অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দিল্লির বিধানসভায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি টাঙানো নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। দিল্লির বিধানসভায় আসন সংখ্যা ৭০। সেই মতে শুক্রবার সেখানে ৭০ জন স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকের ছবি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকদের মধ্যে জায়গা করে নেন আসফাকউল্লা খান, ভগৎ সিংহ, বিরসা মুন্ডা, সুভাষচন্দ্র বসু। এ ছাড়া রয়েছে মহীশূরের শাসক টিপু সুলতানের ছবি। এই ছবি ঘিরেই এখন দিল্লির রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে।
মুসলিম শাসক টিপু সুলতানের চরম বিরোধিতাকারী বিজেপির দাবি, টিপু ছিলেন কট্টর হিন্দুবিরোধী ও গণহত্যাকারী। তবে কংগ্রেসের পাল্টা দাবি, টিপু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী।
অন্যদিকে আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেন, আমি বিজেপি বিধায়কদের কাছে ওদের দল বা আরএসএসের স্বাধীনতা সংগ্রামীদের নাম চেয়েছিলাম। কিন্তু ওরা তা দিতে পারেননি।
এ মন্তব্যে বেশ লজ্জায় পড়েন বিজেপি নেতারা। এসবের মধ্যে টিপু বিরোধিতাকে অহেতুক বলে মনে করেন দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েলও।
তিনি বলেন, ‘কোনো না কোনো ছুতোয় বিজেপি একটি বিতর্ক তৈরি করতে চায়। এখন তারা বিধানসভার গ্যালারিতে টিপু সুলতানের ছবি রাখার বিরোধিতা করছেন। আমি তাদের বলতে চাই, ভারতীয় সংবিধানের ১৪৪ পৃষ্ঠায় টিপু সুলতানের ছবি রয়েছে। তা হলে যারা দেশকে স্বাধীন করতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং সংবিধান রচনা করেছিলেন, হয় তারা, নয় তো ওরা (বিজেপি) দেশদ্রোহী। এসব না করে বিজেপির উচিত উন্নয়নের রাজনীতিতে শামিল হওয়া।’
বিধানসভার ছবিগুলো এঁকেছেন শিল্পী গুরু দর্শন সিংহ বিনকাল।
গত দুবছর ধরে ধুমধাম করে টিপুর জন্মবার্ষিকী পালন করছে কর্নাটকের কংগ্রেস সরকার। তবে ২০১৫ সালে টিপুর জন্মবার্ষিকী পালনের বিরোধিতায় বিক্ষোভ থেকে ছড়িয়েছিল হিংসা। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত কোদাগুতে প্রাণ গিয়েছিল দুজনের।
আকাশ নিউজ ডেস্ক 

























