অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য খাতসহ দেশের নানামুখী উন্নয়নচিত্র তুলে ধরে বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দেশের চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে শেখ হাসিনা নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো এ দেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। এ নিয়ে কোনো আন্দোলন বা ফর্মুলা দিয়ে লাভ হবে না। নির্বাচন নির্ধারিত সময়ে শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া যদি নির্বাচনে না আসেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন।
জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেছেন। চলমান উন্নয়ন,দেশের শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পাঁচ একর জায়গার ওপর নার্সিং কলেজ নির্মাণে ব্যয় হবে প্রায় ৩১ কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ সময় নার্সিং কলেজের নাম ‘শেখ হাসিনা নার্সিং কলেজ” করার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ অঞ্চলে অভাবনীয় উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার নামে এই কলেজের নামকরণ করা হলো।
এর আগে মন্ত্রী কাজীপুরে আমেনা-মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম মন্ত্রীকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
পরে মন্ত্রী তার পিতা জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়ায় দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন এবং প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন প্রমুখ।
বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নাসিম বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবে। আওয়ামী লীগ সরকার গৃহীত সব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাতিল করবে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশকে দুর্নীতে চ্যাম্পিয়ন বানাবে।
ওরা মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে।
আকাশ নিউজ ডেস্ক 




















