অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কাঞ্চন মিয়া বাবু (২২) অচিন্তপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী। বৃহস্পতিবার গৌরীপুর-শাহগঞ্জ সড়কের বিয়ারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাঞ্চন নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে বিয়ারকান্দা এলাকায় কাঞ্চনের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























