অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের স্থিতিশীলতার জন্য ইসরাইল সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। সুইজারল্যান্ডের দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরাইল নতুন করে যুদ্ধেরও পরিকল্পনা করছে।
তিনি বলেন, লেবাননের জন্য একমাত্র হুমকি হলো ইসরাইল। ভুল হিসাব-নিকাশের ভিত্তিতে লেবাননের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে ইসরাইল আর সে কারণেই এ হুমকির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, এটাই হচ্ছে সত্যিকার হুমকি। লেবাননের অন্যান্য সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যখন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই সত্যিই তার কারণ খুঁজে পাওয়া যায় না।
২০০০ এবং ২০০৬ সালে দুই দফা লেবাননের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ করেছিল ইসরাইল। এ দুই যুদ্ধেই লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে শোচনীয় পরাজয় বরণ করে ইসরাইল।
আকাশ নিউজ ডেস্ক 




















