অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নৌপুলিশের আশুগঞ্জ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম খান জানান, মেঘনা নদীর জাকির হোসেনের চাতালকলের কাছে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তবে কী কারণে ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে আশুগঞ্জ থানায় রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























