অাকাশ জাতীয় ডেস্ক:
মধুমেলায় যাওয়ার পথে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কেশবপুর ৫০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন।
নিহত আরিফুল ইসলাম টিপু (৩২) পাগিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় জাগরণী চক্রের কর্মী। অপর আহত হলেন, একই গ্রামের হারম্নন-অর-রশীদ (৩৫)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেশবপুর সাগরদাঁড়ী সড়কের হাসানপুর বালির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
কেশবপুর থানার ওসি মো. শাহাজাহান জানান, কেশবপুর সাগরদাঁড়ী সড়কের হাসানপুর বালির মাঠ এলাকায় একটি পিকআপভ্যান মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে খুলনা হাসপাতালে নেয়ার পথে মারা যান। গুরুতর আহতকে কেশবপুর ৫০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 






















