আকাশ বিনোদন ডেস্ক :
‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক ও পাতাললোক খ্যাত অভিনেতা প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে সকল গুঞ্জনের অবসান ঘটালেন তার স্ত্রী মার্থা। তামাংয়ের মৃত্যুকে স্বাভাবিক জানিয়ে তিনি বলেন, ‘এটা স্বাভাবিক মৃত্যু। প্রশান্ত ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমি তখন ঠিক তার পাশেই ছিলাম।’
শনিবার (১১ জানুয়ারি) প্রশান্ত তামাংকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ৪৩ বছর বয়সী এই অভিনেতা মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভক্তদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে প্রশান্তর স্ত্রী বলেন, যেভাবে এতদিন তাকে মেসেজ, রিল আর গান শেয়ার করে ভালোবেসেছেন, সেভাবেই ভালোবাসতে থাকুন। তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন। তার আত্মা যেন শান্তি পায়-এই প্রার্থনাই করুন সবাই।
প্রশান্ত তামাংয়ের জন্ম ১৯৮৩ সালের জানুয়ারিতে দার্জিলিংয়ে। ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর টান ছিল তার। পুলিশে চাকরি করতেই মুম্বাইয়ে ‘ইন্ডিয়ান আইডল’র অডিশনের সুযোগ পান তিনি। ২০০৭ সালে প্রতিযোগিতাটি জিতে রাতারাতি গোটা দেশে পরিচিত হয়ে ওঠেন প্রশান্ত।
২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক; এরপর ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’র মতো ছবিতে অভিনয় করেন প্রশান্ত তামাং। টেলিভিশনে প্রশান্ত তামাং ‘অ্যাম্বার ধারা’-তে অতিথি হিসেবে এবং পরে ‘পাতাললোক’–এর দ্বিতীয় মৌসুমে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করেন।
সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগডোগরা বিমানবন্দরে কফিনবন্দি হয়ে পৌঁছায় প্রশান্তর নিথর দেহ। সেই কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মার্থা।
আকাশ নিউজ ডেস্ক 

























