অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হায়াতুননেছা (৫০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর ভাই আ. হাকিম জানান, তার বিধবা বোন নিঃসন্তান। ভাই আ. হালিম ঢাকায় থাকায় বাড়িতে তিনি একাই থাকতেন।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা একতলা ভবনের বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা হায়াতুননেছার কান ও গলা থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, নিহত নারী বাড়িতে একাই থাকতেন। তাকে শ্বাসরোধ করে হত্যার করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























