অাকাশ জাতীয় ডেস্ক:
মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কোদালের আঘাতে বাশার চৌকিদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, কৃষক বাশার জমিতে কৃষিকাজ করতে যান। এসময় একই এলাকার মানসিক ভারসাম্যহীন খলিল খানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিল কোদাল দিয়ে বাশার চৌকিদারের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ খলিল খানকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি কামরুল হাসান জানান, স্থানীয়রা খলিলকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























