অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাটে অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাত-পা, মুখ বাঁধা ছিল। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কোনো একসময় তাকে হত্যা করে অটোবাইক নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার সকালে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের ঠাঁটমারী ব্রিজসংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুয়েল মিয়া (২৫)কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চকিদারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে ও পেশায় অটোবাইক চালক।
নিহতের বাবা রমজান আলী জানায়, মঙ্গলবার রাতে জুয়েল বাড়িতে ফোন করে আসার কথা বলে। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকালে লাশের খবর পেয়ে তারা ছুটে আসেন।
রাজারহাট থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, আসামিদের আটকের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























