অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটের ফকিরহাটে বাসের সঙ্গে ইটবোঝাই ট্রলির সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল শেখ (২১) রূপনা উপজেলার নৈহাটি গ্রামের শাহজাহান শেখের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি কে এম আজিজুল হক জানান, ইটবোঝাই করে ট্রলিটি মহাসড়কে উঠছিল। এ সময়ে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কে থাকা ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলিচালকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























