অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ (৫৫) পেশায় ট্যাক্সিচালক ছিলেন।
গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে অরেঞ্জ কাউন্টির ওয়েস্টমিনস্টার এলাকার ফ্রিওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার আজাদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রিওয়ে সড়কের অদূরে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আজাদের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জের পলাশতলায়। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে লসঅ্যাঞ্জেলেসে বসবাস করতেন।
আকাশ নিউজ ডেস্ক 

























