অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাথী বেগম (১৮) নতুনপাড়া মহল্লার মামুন ইসলামের স্ত্রী।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাইদুর রহমান জানান, ঘটনার পর থেকেই মামুনকে খুজে পাওয়া যায়নি। এছাড়া বাড়িতে পরিবারের অন্য কেউ ছিলো না। লাশটি ঘরের সিলিং-এ ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি রেদওয়ানুর রহিম জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























