অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপসাগরে তীব্র ভূমিকম্পের জেরে আলাস্কাসহ একাধিক উপকূলবর্তী দেশে জারি হলো সুনামি সতর্কতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৯ মাত্রার।
সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৩২ মিনিটে নাগাদ ভূমিকম্পের উৎস কেন্দ্র আলাস্কার কোডিয়াক দ্বীপের ১৭৫ মাইল দক্ষিণ-পূর্বে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক দপ্তর থেকে জানানো হয়েছে, কম্পনের জেরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আলাস্কা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সতর্কতা জারি হয়েছে অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ, কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতেও। এছাড়া ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনেও সাবধান বার্তা পাঠিয়েছে সুনামি সতর্কতা কেন্দ্র। হাওয়াই দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করেছে হনলুলুর আপত্কালীন ব্যবস্থাপক কেন্দ্র।
কম্পন এবং সুনামি সতর্কতার জেরে কোডিয়াক শহরের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























