অাকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোণায় মাছ চুরির মামলায় জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ ইটনা বাজারের ট্রলার ঘাট থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত স্বাধীন খালিয়াজুরীর পাঁচহাট গ্রামের মৃত ইসমাঈল মিয়ার ছেলে।
খালিয়াজুরী থানার পরিদর্শক মো. হযরত আলী জানান, স্থানীয় মাকলাইন জলমহালের মাছ লুট ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে উপজেলার পাঁচহাট গ্রামের হানিফ বেপারী মামলা করেন। মামলায় আব্দুর রউফ স্বাধীনসহ ৪৮ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, মাকলাইন জলমহালে দীর্ঘদিন ধরে আসামিরা মাছ লুট করছে এবং জলমহালে রক্ষণাবেক্ষণে থাকা লোকদের মারধর করে আসছে। এই মামলায় স্বাধীনকে আজ সন্ধ্যায় ইটনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























