অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের খুঁটির চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জিবেরগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কমল (২০) গাইবান্ধা জেলার শাকাটা উপজেলার রামনগর গ্রামের করফুল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইনের কাজ চলছিল। এ সময় ভ্যানগাড়ি থেকে খুঁটি নামাতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ায় খুঁটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে পল্লী বিদ্যুতের নতুন লাইন সংস্কারের প্রকল্পে শ্রমিকের কাজ করত।
আকাশ নিউজ ডেস্ক 
























