অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরে ফসলের ক্ষেত থেকে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার মধ্য টুমচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সৎবাবা মাকসুদকে আটক করা হয়েছে। নিহত মামুন হোসেন (১১) মধ্য টুমচর গ্রামের সুমি বেগম ও বরিশাল জেলার আবু ছিদ্দিকের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় ৫ বছর আগে ছিদ্দিক ও সুমির সংসার ভেঙে যায়। পরে সুমি বেগম সদর উপজেলার চৌপল্লি গ্রামের হাসান চৌকিদারের ছেলে মাকসুদকে বিয়ে করেন। মামুন সুমির আগের পক্ষের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে মামুন টুমচর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে মামুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। দুপুরে স্থানীয় শহিদ মাওলানার বাড়ির পশ্চিম পাশে ফসলের ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর মডেল সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, লাশের ডান চোখ রক্তাক্ত ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সৎবাবা মাকসুদকে থানায় আনা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























