অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের সদরে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফতাবউদ্দিন আহমেদ (৮০) কাশিপুর এলাকার বাসিন্দা। তিনি দিনাজপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত ইন্সট্রাক্টর।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আফতাবউদ্দিন একটি বিদ্যালয়ে বই বিতরণ শেষে সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে চালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























