অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা খাতুন (২৮) ওই গ্রামের আ. ছালামের স্ত্রী।
জানা গেছে, বিকালে বাড়ির সঙ্গে তাদের চায়ের দোকান পরিষ্কার করার জন্য পানি ছিটিয়ে ঝাড় দিচ্ছিলেন রোজিনা। এ সময় হাতে থাকা ঝাড়ুটি দোকানের মধ্যে ঝুলে পড়া একটি তারে গিয়ে লাগলে বিদ্যুতায়িত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল আতিক বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























