অাকাশ জাতীয় ডেস্ক:
মাগুরার শালিখা উপজেলায় ঝোপের মধ্য থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ছয়ঘরিয়া এলাকায় মাগুরা-যশোর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাগুরা-যশোর সড়কের পাশে এ.আর. জুট মিলের সামনে একটি ঝোপের মধ্যে প্রায় ১৫ বছর বয়সী কিশোরের লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে তারা শালিখা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং এ সময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
শালিখা থানার এসআই লিটন চন্দ্র দাস জানান, আঘাতজনিত কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি যেখানে পড়ে ছিল সেই এলাকায় রাস্তার পাশে গাছের গায়ে রক্ত লেগে ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যার পর রাস্তা থেকে ঝোপের মধ্যে ছুড়ে ফেলতে পারে অথবা কোনো পরিবহন থেকেও পড়ে যেতে পারে। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে পরিষ্কার কিছু বলা সম্ভব নয়।
আকাশ নিউজ ডেস্ক 
























