অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মমিন (৩২) রংপুর সদরের হারাগাছ এলাকার বাসিন্দা। সে এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটিটিভ হিসেবে কাজ করতেন।
জানা গেছে, উপজেলার খোট্রাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে আসা রকি পরিবহন (ঢাকা মেট্রো-ব-০২-০০১৮) বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে আব্দুল মমিন ঘটনাস্থলে মারা যান।
ধামইরহাট থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্ত্রী মৌসুমি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























