অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদগঞ্জে গলায় সুপারি আটকে বায়েজিদ নামে ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রুস্তুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।শিশু বায়েজিদ রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের তপাদার বাড়ির রনির ছেলে।
জানা গেছে, সকালে খেলার ছলে বায়েজিদ একটি সুপারি গিলে ফেলে। সুপারিটি শিশুর গলায় আটকে যায়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন অনেক চেষ্টা করে তা বের করতে না পেরে শিশুটিকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, হাসপাতালে আনার আগে পথেই শিশুটির শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু বরণ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী জানান, গলায় সুপারি আটকে হাসপাতালে নেয়ার আগে পথেই শিশুর মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























