অাকাশ জাতীয় ডেস্ক:
ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে ফেনী নোয়াখালী সড়কের উপজেলা গেটসংলগ্ন তৃণভূঞা পোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. হাছান (১৮) পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হাছান ও তার অপর দুই বন্ধু মোটরসাইকেলযোগে ফেনী থেকে দাগনভূঞা ফিরছিল। এ সময় উপজেলা গেটসংলগ্ন তৃণভূঞা পোল এলাকায় বিপরীত দিক থেকে ব্রিক ফিল্ডের মাটিবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে হাছান নিহত হন। অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























