অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে শহরের আলহাজ্ব মিল মোড়ে আগুন লাগার ঘটনাটি ঘটে।
জানা যায়, আগুন তুলার গুদাম ও মোটর গ্যারেজে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা ১টি হাইয়েচ এবং ২টি প্রাইভেটকার পুড়ে যায়। এ সময় গ্যারেজের একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৯টি দোকান ও ১টি বাড়ি ভস্মীভূত হয়। ঈশ্বরদী ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাবারের দোকানের জ্বালানি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























