অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ শহরের বলাশপুরে পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। নিহত ইব্রাহীম খলিল (২৩) সরকারি আনন্দ মোহন কলেজের ছাত্র।
কোতোয়ালি মডেল থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে গ্রামের বাড়ি গফরগাঁও যাওয়ার সময় শহরের বলাশপুরে ছিনতাইকারীর হামলার শিকার হন ইব্রাহীম। এ সময় স্থানীয় জনতার সাহায্যে পুলিশ সাদ্দাম নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























