অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জে সদরে নির্মাণাধীন একটি ভবনের নীচতলায় পায়খানার শোকওয়ালের ভেতরে বালু চাপা পড়ে কাইমুল (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাইমুল জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বামুনগাঁ এলাকার মৃত রবুর ছেলে।
এ ঘটনায় কালু সর্দার (৩০) ও বাইরুল ইসলাম (২২) নামে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার আব্দুল হামিদ জানান, বারঘরিয়া নতুন বাজার এলাকায় ব্যবসায়ী শাহ আলমের নির্মাণাধীন বাড়ির নীচতলায় বৃহস্পতিবার বিকেলে পায়খানার শোকওয়ালের গর্তের ভিতরে কাজ করার সময় বালু ধসে তিন শ্রমিক চাপা পড়ে।
তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে বিকাল সোয়া ৪টার দিকে শ্রমিক তিনজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কাইমুলকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























