অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার চাটমোহরে অ্যাজমা রোগ না সারায় ক্ষোভে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার রাতে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রীনা খাতুন (৩২) ওই গ্রামের এদেদ আলীর স্ত্রী ও পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার খেতাভাগা গ্রামের মৃত চাঁদু মল্লিকের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে চাটমোহর থানার এসআই সামির উদ্দিন দৈনিক আকাশকে জানান, রীনা খাতুন দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন। চিকিৎসা করানোর পর রোগ না সারায় ক্ষোভে বুধবার গভীর রাতে সবার অগোচরে বাড়ির উঠানে একটি আমগাছের ডালে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























