অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সাবেক জোট সরকার ছেড়ে বিজেপির সমর্থনে ফের বিহারের গদিতে বসলেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির সুশীল মোদি।এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজ সারার পরেই গুঞ্জন শুরু হয়। আলোচনায় আসে, লালু প্রসাদ যাদবের সঙ্গে জোট ভেঙে ফের বিজেপির সমর্থন নিচ্ছেন নীতিশ। এর একশ’ ঘণ্টা না পেরোতেই বুধবার তিনি ঘোষণা দেন ইস্তফার।
ইস্তফার ঠিক দশ মিনিটের মধ্যেই নরেন্দ্র মোদি টুইট করে অভিনন্দন জানান তাকে। বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনাকে স্বাগত’। রাজ্য বিজেপি-ও তৎক্ষণাৎ জানিয়ে দেয়, নীতিশ ফের সরকার গড়লে তারা নিঃশর্ত সমর্থন দিতে তৈরি।রাতেই নীতিশের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির পদস্থ নেতারা। গভীর রাতে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় ফের নীতিশের শপথ। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির সুশীল মোদি। আর বিজেপির ১৩ জন বিধায়ক হবেন মন্ত্রী। আর নীতিশের দল জেডিইউ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আসছে।
বিজেপির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। মহাজোট ছেড়ে নীতীশের বেরিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুললেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। নীতিশকে ‘সুযোগসন্ধানী’ বলে সমালোচনা করেছেন রাহুল।