অাকাশ জাতীয় ডেস্ক:
অপহরণ করে স্কুলছাত্রীকে দিয়ে দেহব্যবসা করানোর অপরাধে ৪ জনকেআটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে র্যাব-৮ ফরিদপুর শহরের হাউজিং এস্টেট থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. সজল মিয়া (২৯), ভাজনডাঙ্গা গ্রামের মো. ইকবাল খান (৩০), মানিকগঞ্জের সিংগাইর এলাকার নাছিমা বেগম (৪০)ও রতনা বেগম (১৯)।
র্যাব জানায়, ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১৩) ২৯ ডিসেম্বর বিকালে নিখোঁজ হয়। এ ঘটনায় ২ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাবের সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা সজল মিয়ার বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেন।
স্কুলছাত্রী র্যাবকে জানায়, নাছিমা বেগম এবং বাড়ির মালিক সজল মিয়া তাকে জোরপূর্বক তালাবদ্ধ ঘরে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করে। এ ঘটনায় কিশোরীর মা তাছলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























