অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের নরারকান্দি-মঠবাড়ি রাস্তার পাশে খালের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কাদাঁমাটি মাখানো অবস্থায় লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার লোকজন নরারকান্দি-মঠবাড়ি রাস্তার পাশে খালের মাঝে একটি লাশ দেখতে পেয়ে রাজৈর থানায় খবর দেয়। কে বা কারা উক্ত ব্যক্তিকে রাতে হত্যা করে লাশ খালের মাঝে ফেলে রাখতে পারে বলে ধারনা করা হচ্ছে।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























