ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া দুর্নীতিবাজ বলেই অর্থ পাচারকারী মেয়র প্রার্থী: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়া দুর্নীতিবাজ বলেই অর্থ পাচারকারী ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বর্তমান সরকারের সাফল্যের নয় বছর ও আগামী সংসদ নির্বাচনে প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিবার হচ্ছে দুর্নীতিগ্রস্ত তাদের দুর্নীতি এফবিআই উৎঘাটন করেছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে, দুর্নীতির মাধ্যমে পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনা হয়েছে তাই তিনি যেমন দুর্নীতিবাজ আরেকটি দুর্নীতিবাজ পরিবারের সদস্যকে তিনি পছন্দ করে নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পার্থী হিসেবে।

ড. হাছান মাহমুদ বলেন, শুধু তাবিথ আওয়ালের নাম নয় তার মা, বাবা সহ পুরো পরিবারের নাম এসেছে পানামা পেপারসে অর্থ পাচারকারী হিসেবে। তিনি বলেন, বিএনপিতে এত প্রার্থী ছিলো আমরা দেখতে পেলাম অনেকে মনোনয়ন চেয়েছেন তারা একজন অর্থ পাচারকারীকে কেনো বেছে নিলেন। নিশ্চয় এই অর্থ পাচারের সাথে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সংশ্লেষ আছে সেই কারণেই তিনি এই ধরনের পার্থী বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচন সমাগত ঢাকার মানুষ দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীকে নিশ্চয় ভোট দিবে না।

সিপিডির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নয় বছরে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন ৩৮তম অর্থনীতির দেশ। যেখানে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ থেকে শুরু করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের প্রশংসা করেছেন শুধুমাত্র বিএনপি এবং খালেদা জিয়া প্রশংসা করতে পারছে না এবং প্রশংসা করতে পারছেন না সিপিডি।

কারণ সিপিডির সাথে যুক্ত তাদের নেত্রীবৃন্দের কয়েকজন গত ১/১১ সরকারের সুবিধাভোগী ছিলো আবারও তারা পানি ঘোলা করতে চায় আর বেগম খালেদা জিয়া সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের উদ্দেশ হচ্ছে ১/১১’র মতো একটি সরকার গঠন করে পানি ঘোলা করা। এরা গণতন্ত্র চায় না। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের কোন ভালো কাজ তারা দেখে না। কারণ গত ১/১১ সরকারের সুবিধাভোগী ছিলো এরা কয়েকজন।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরি সদস্য মিনহাজ উদ্দিন মিন্টু, সংগঠনের উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

খালেদা জিয়া দুর্নীতিবাজ বলেই অর্থ পাচারকারী মেয়র প্রার্থী: হাছান

আপডেট সময় ০৫:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়া দুর্নীতিবাজ বলেই অর্থ পাচারকারী ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বর্তমান সরকারের সাফল্যের নয় বছর ও আগামী সংসদ নির্বাচনে প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিবার হচ্ছে দুর্নীতিগ্রস্ত তাদের দুর্নীতি এফবিআই উৎঘাটন করেছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে, দুর্নীতির মাধ্যমে পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনা হয়েছে তাই তিনি যেমন দুর্নীতিবাজ আরেকটি দুর্নীতিবাজ পরিবারের সদস্যকে তিনি পছন্দ করে নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পার্থী হিসেবে।

ড. হাছান মাহমুদ বলেন, শুধু তাবিথ আওয়ালের নাম নয় তার মা, বাবা সহ পুরো পরিবারের নাম এসেছে পানামা পেপারসে অর্থ পাচারকারী হিসেবে। তিনি বলেন, বিএনপিতে এত প্রার্থী ছিলো আমরা দেখতে পেলাম অনেকে মনোনয়ন চেয়েছেন তারা একজন অর্থ পাচারকারীকে কেনো বেছে নিলেন। নিশ্চয় এই অর্থ পাচারের সাথে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সংশ্লেষ আছে সেই কারণেই তিনি এই ধরনের পার্থী বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচন সমাগত ঢাকার মানুষ দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীকে নিশ্চয় ভোট দিবে না।

সিপিডির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নয় বছরে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন ৩৮তম অর্থনীতির দেশ। যেখানে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ থেকে শুরু করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের প্রশংসা করেছেন শুধুমাত্র বিএনপি এবং খালেদা জিয়া প্রশংসা করতে পারছে না এবং প্রশংসা করতে পারছেন না সিপিডি।

কারণ সিপিডির সাথে যুক্ত তাদের নেত্রীবৃন্দের কয়েকজন গত ১/১১ সরকারের সুবিধাভোগী ছিলো আবারও তারা পানি ঘোলা করতে চায় আর বেগম খালেদা জিয়া সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের উদ্দেশ হচ্ছে ১/১১’র মতো একটি সরকার গঠন করে পানি ঘোলা করা। এরা গণতন্ত্র চায় না। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের কোন ভালো কাজ তারা দেখে না। কারণ গত ১/১১ সরকারের সুবিধাভোগী ছিলো এরা কয়েকজন।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরি সদস্য মিনহাজ উদ্দিন মিন্টু, সংগঠনের উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।