আকাশ স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের মার্চে ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে শ্রীলঙ্কা। এই উপলক্ষ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এই সিরিজে তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ও ভারতকে। গত রবিবার ‘নিদাহাস ট্রফি ২০১৮’ নামের এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
এই আমন্ত্রণপত্র টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়কের হাতে তুলে দিয়েছেন শ্রীলঙ্কা দলের সীমিত ওভারের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ত্রিদেশীয় সিরিজ খেলতে এখন ম্যাথুজরা ঢাকায় রয়েছেন। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।
আমন্ত্রণপত্রটি তুলে দেয়ার সময় লঙ্কান অধিনায়ক ম্যাথুজ বলেন, ‘বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে আমি আত্মবিশ্বাস নিয়েই বলতে পারি যে ক্রিকেট নিয়ে আমাদের যে প্যাশন রয়েছে এটি কখনও কমবে না। এই তিনটি দেশই একইরকম ঐতিহ্য ধারণ করে। আমাদের এখানকার সকলেই খেলার মাধ্যমে একত্রিত হয়ে যায়।’
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বাংলাদেশের জন্য এটি অবশ্যই অনেক বড় একটি বিষয়। স্বাধীনতা দিবসের ট্রফি সব দেশের জন্যই অনেক বড় কিছু। আমি শ্রীলঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























