ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নেতাদের কাপুরুষ হয়ে রাজনীতি করা উচিৎ না: শামীম ওসমান

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের বিএনপির নেতাদের কাপুরুষ বলেছেন- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনের সময় বলবে আমরা গরিবের পক্ষে। কিন্তু নারায়ণগঞ্জের গরিব হকারদের পক্ষে তো তাদের মাঠে নামতে দেখলাম না। আমি যেভাবে বলছি, এমপি হিসাবে এভাবে বলা ঠিক না। নারায়ণগঞ্জে কি বিএনপির নেতারা নেই? কোথায় আপনারা। কাপুরুষ হয়ে রাজনীতি করা উচিৎ না।’

সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া গোল চত্বরে হকার উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত হকার সংগ্রাম পরিষদের সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে এসব কথা বলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, ‘আমি ভাবছিলাম হকারদের ইস্যুতে ২৫ দিনে বিএনপি এই সুযোগে মাঠ দখল করে নেবে। কই কিছু তো করল না। তারা লাইনবাজ। নির্বাচনের সময় বলবে আমরা গরিবের পক্ষে। বিএনপির নেতারা যেহেতু ২৫ দিনেও কিছু করতে পারেননি। আমার মনে হয়- ২০১৮ সালেও চেষ্টা কইরেন না। তখন আর পারবেন না ইনশাল্লাহ। আর আমি মনে করছিলাম ২৫ দিনে হকার ইস্যুতে আপনারা অনেক কিছু করে ফেলবেন। কিন্তু কেন পারলেন না? তার কারণ বিএনপি গরিবের জন্য রাজনীতি করে না।’

তিনি বলেন, ‘বিএনপি বড় একটি দল হয়েছে শুধু বাসে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার রাজনীতি করার জন্য। ওই সময় ঠিকই তাদের শক্তি ও সাহস থাকে। ককটেল মেরে পুলিশের মার খান, কিন্তু হকারদের যখন পুলিশ মারে- তখন বলেন না হকার মারবেন না- আমাদের মারেন। বিএনপি হকারদের জন্য সাহস ও শক্তি দেখায় না। আপনারা তো পুলিশের লাঠিপেটা খেয়ে বলতে পারতেন ওই পুলিশ! আপনারা হকারদের পেটে কেন লাথি দিতে পারবেন না। নারায়ণগঞ্জের ছোট ছোট দল হকারদের জন্য মাঠে নেমেছে, তারা পুলিশের লাঠিপেটা খাবে সেই চিন্তা করেন না। আমি এসব ছোট দলের নেতাদের দোয়া করে দিলাম।

তবে গত ৩০ ডিসেম্বর হকার সংগ্রাম পরিষদের সভায় হকারদের পক্ষে অবস্থান নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এক সময়ে হকার সমিতির নেতা যিনি, এখন বিএনপি নেতা তৈমূর ওইদিন বলেছিলেন, ‘হকারদের উচ্ছেদ করার আগে অবশ্যই তাদের পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন ছাড়া হকারদের কোনোভাবেই উচ্ছেদ করতে দেয়া হবে না। আমিও এক সময়ে হকারদের নেতা ছিলাম। মেহনতি মানুষের জন্য আমি আছি। ভবিষ্যতে হকারদের যে কোন কাজে আমি থাকব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বিএনপির নেতাদের কাপুরুষ হয়ে রাজনীতি করা উচিৎ না: শামীম ওসমান

আপডেট সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের বিএনপির নেতাদের কাপুরুষ বলেছেন- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনের সময় বলবে আমরা গরিবের পক্ষে। কিন্তু নারায়ণগঞ্জের গরিব হকারদের পক্ষে তো তাদের মাঠে নামতে দেখলাম না। আমি যেভাবে বলছি, এমপি হিসাবে এভাবে বলা ঠিক না। নারায়ণগঞ্জে কি বিএনপির নেতারা নেই? কোথায় আপনারা। কাপুরুষ হয়ে রাজনীতি করা উচিৎ না।’

সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া গোল চত্বরে হকার উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত হকার সংগ্রাম পরিষদের সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে এসব কথা বলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, ‘আমি ভাবছিলাম হকারদের ইস্যুতে ২৫ দিনে বিএনপি এই সুযোগে মাঠ দখল করে নেবে। কই কিছু তো করল না। তারা লাইনবাজ। নির্বাচনের সময় বলবে আমরা গরিবের পক্ষে। বিএনপির নেতারা যেহেতু ২৫ দিনেও কিছু করতে পারেননি। আমার মনে হয়- ২০১৮ সালেও চেষ্টা কইরেন না। তখন আর পারবেন না ইনশাল্লাহ। আর আমি মনে করছিলাম ২৫ দিনে হকার ইস্যুতে আপনারা অনেক কিছু করে ফেলবেন। কিন্তু কেন পারলেন না? তার কারণ বিএনপি গরিবের জন্য রাজনীতি করে না।’

তিনি বলেন, ‘বিএনপি বড় একটি দল হয়েছে শুধু বাসে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার রাজনীতি করার জন্য। ওই সময় ঠিকই তাদের শক্তি ও সাহস থাকে। ককটেল মেরে পুলিশের মার খান, কিন্তু হকারদের যখন পুলিশ মারে- তখন বলেন না হকার মারবেন না- আমাদের মারেন। বিএনপি হকারদের জন্য সাহস ও শক্তি দেখায় না। আপনারা তো পুলিশের লাঠিপেটা খেয়ে বলতে পারতেন ওই পুলিশ! আপনারা হকারদের পেটে কেন লাথি দিতে পারবেন না। নারায়ণগঞ্জের ছোট ছোট দল হকারদের জন্য মাঠে নেমেছে, তারা পুলিশের লাঠিপেটা খাবে সেই চিন্তা করেন না। আমি এসব ছোট দলের নেতাদের দোয়া করে দিলাম।

তবে গত ৩০ ডিসেম্বর হকার সংগ্রাম পরিষদের সভায় হকারদের পক্ষে অবস্থান নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এক সময়ে হকার সমিতির নেতা যিনি, এখন বিএনপি নেতা তৈমূর ওইদিন বলেছিলেন, ‘হকারদের উচ্ছেদ করার আগে অবশ্যই তাদের পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন ছাড়া হকারদের কোনোভাবেই উচ্ছেদ করতে দেয়া হবে না। আমিও এক সময়ে হকারদের নেতা ছিলাম। মেহনতি মানুষের জন্য আমি আছি। ভবিষ্যতে হকারদের যে কোন কাজে আমি থাকব।’