অাকাশ জাতীয় ডেস্ক:
ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন (২৪) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লার ইমরান আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের বিশ্বরোড মোড় এলাকায় সোনামসজিদগামী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাকচালক পলাতক রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























