ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা উত্তরে জোটগতভাবে লড়বে আ.লীগ: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয জোট একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এ কথা জানান নাসিম।

১৪ দলের মুখপাত্র বলেন, ‘ডিএনসিসি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রার্থী ঘোষণা করবে ১৪ দল ঐক্যবদ্ধভাবে সমর্থন করবে এবং বিজয়কে নিশ্চিত করব।’ ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। একই সঙ্গে ঢাকার দুই সিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন নাসিম। আগামী নির্বাচনকে ১৪ দল গণভোট মনেকরে উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের শক্তির চূড়ান্ত বিজয়ের জন্য এ নির্বাচন হবে।’ বর্তমান সরকারের অর্জনকে আকাশচুম্বী দাবি করে নাসিম বলেন, ‘সরকারের ভুল থাকতে পারে কিন্তু শেখ হাসিনার সরকারের সফলতা হলো হিমালয় তুল্য। সরকার অর্থনৈতিক, সামাজিক, জঙ্গিদমনেসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি।’

‘একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়ন মেনে নিতে পারে নাই। তাঁরা বারবার চক্রান্ত করেছে, এখনও করছে। তাদের নেত্রী হলো খালেদা জিয়া।’ বিএনপির ভোট ঠেকানোর আন্দোলনকে পাত্তা দিচ্ছেন না জানিয়ে নাসিম বলেন, ‘২০১৪ সালে আমরা ব্যর্থ হলে দেশে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসত, দেশের উন্নয়ন হতো না। আমরা তাদের আগামীতেও পরাজিত করব।’

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু মণি, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, আব্দুস সবুর, রিয়াজুল কবীর কাওছার প্রমুখ।

জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেড়ারেশনের মহাসচিব এমএ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ঢাকা উত্তরে জোটগতভাবে লড়বে আ.লীগ: নাসিম

আপডেট সময় ০৬:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয জোট একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এ কথা জানান নাসিম।

১৪ দলের মুখপাত্র বলেন, ‘ডিএনসিসি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রার্থী ঘোষণা করবে ১৪ দল ঐক্যবদ্ধভাবে সমর্থন করবে এবং বিজয়কে নিশ্চিত করব।’ ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। একই সঙ্গে ঢাকার দুই সিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন নাসিম। আগামী নির্বাচনকে ১৪ দল গণভোট মনেকরে উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের শক্তির চূড়ান্ত বিজয়ের জন্য এ নির্বাচন হবে।’ বর্তমান সরকারের অর্জনকে আকাশচুম্বী দাবি করে নাসিম বলেন, ‘সরকারের ভুল থাকতে পারে কিন্তু শেখ হাসিনার সরকারের সফলতা হলো হিমালয় তুল্য। সরকার অর্থনৈতিক, সামাজিক, জঙ্গিদমনেসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি।’

‘একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়ন মেনে নিতে পারে নাই। তাঁরা বারবার চক্রান্ত করেছে, এখনও করছে। তাদের নেত্রী হলো খালেদা জিয়া।’ বিএনপির ভোট ঠেকানোর আন্দোলনকে পাত্তা দিচ্ছেন না জানিয়ে নাসিম বলেন, ‘২০১৪ সালে আমরা ব্যর্থ হলে দেশে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসত, দেশের উন্নয়ন হতো না। আমরা তাদের আগামীতেও পরাজিত করব।’

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু মণি, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, আব্দুস সবুর, রিয়াজুল কবীর কাওছার প্রমুখ।

জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেড়ারেশনের মহাসচিব এমএ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।