অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাটে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে পল্লী চিকিৎসক আমিনুল ইসলামকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় বাদশা মিয়াকে (৩৫) প্রধান আসামি করে পাঁচজনের নামে রাজারহাট থানায় একটি মামলা।
শনিবার রাতে পল্লী চিকিৎসকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বাদশা মিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের নামে থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার এজাহারভুক্ত আসামি বাচ্চানী বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার গতিয়াসাম এলাকার বাদশা মিয়ার আলু ক্ষেত নষ্ট করে প্রতিবেশী ঘড়িয়ালডাঙ্গা ইউপির সরিষাবাড়ী বাজারের পল্লী চিকিৎসক পল্লী চিকিৎসক আমিনুল ইসলামের (৪০) ছাগল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে বাদশা মিয়া গংরা হামলা চালিয়ে পল্লী চিকিৎসক আমিনুলকে বেধরক মারপিট করে। পরে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব বলেন, রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি বাচ্চানী বেগমকে (৫০) আটক করা হয়েছে। এজাহারভুক্ত বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























