অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়া শহরে শনিবার মধ্যরাতের বাকবিতণ্ডাকে ঘিরে রোববার দুপুরে সোহান (২৮) ও শামিম (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। বেলা পৌনে ১২টার দিকে শহরের উপজেলা সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সোহান শহরের উপজেলা সড়কের তোফার ছেলে ও শামিম একই এলাকার ডব্লিউর ছেলে। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, শনিবার রাত ১টার দিকে স্থানীয় বিরোধ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে রাত থেকেই উত্তেজনা চলছিল।
এরপর রোববার বেলা পৌনে ১২টার দিকে দুপক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সোহান ও শামিম নিহত হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























