অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের হাওরের সরিষা ক্ষেতে মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অজ্ঞাত ওই মহিলার বয়স ৩০ বছরের কাছাকাছি।
স্থানীয় চৌকিদার অজ্ঞাতনামা ওই মহিলার মাথাবিহীন লাশ সরিষা ক্ষেতে দেখে নান্দাইল মডেল থানা পুলিশকে অবহিত করেন। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান জানান, মাথাবিহীন অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় লাশের গায়ে কোনো কাপড় ছিল না বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























