অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর-সোনার পাড়া গ্রামে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। তাকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞাতরা। এ ঘটনায় ধর্ষিতার বাবা সদর থানায় মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা সেলিম হোসেন জানান, বাড়ির নিকটে একটি ইসলামী জলসায় যোগ দিতে রাতে বাড়ি থেকে বের হন ভুক্তভোগী ছাত্রী। পথে অজ্ঞাতরা তার মুখ বেঁধে ওই গ্রামের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাওয়া গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। মুমুর্ষূ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
মেয়েটি কিছুটা সুস্থ্ হলে তার জবানবন্দি নিয়ে আসামিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























