অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদে বিষাক্ত মদ পানে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আরো দুইজন অসুস্থ হয়েছেন।
নিহতরা হলেন- সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের জামায়াত আলীর ছেলে আলম হোসেন (৩৮) ও বড় শিমুল পঞ্চসোনা গ্রামের শুকুর আলী ছেলে রমজান আলী (৪৫)। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আলম হোসেন ও গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে রমজান আলীর মৃত্যু হয়। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আলম হোসেনের ভাই আল-আমিন ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ জানান, নিহত দুই জন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ট্রাক লোড-আনলোডের কাজ করতেন। রাতের কোন এক সময় তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় রাতেই রমজান আলীর মৃত্যু হয়। শনিবার সকালে আলম হোসেনকে অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দুপুরে মারা যান।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, মদ খেয়ে দুইজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























