অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরের চরভদ্রাসনে পেটের ব্যথা সইতে না পেরে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করেছেন। শুক্রবার বিকাল ২টার দিকে এমপি ডাঙ্গী গ্রামে পদ্মাপাড়ে বাঁশঝাড়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত শেখ সোনা মিয়া (৬২) উপজেলা সদর ইউনিয়নের টিরারচর গ্রামের মৃত শেখ উসমান গনির ছেলে। নিহতের বড় মেয়ে হেলেনা আক্তার জানান, তার বাবা বেশকিছু দিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন।প্রায় রাতেই তিনি পেটের পীড়ায় চিৎকার করতেন।
তিনি আরও জানান,ঘটনার দিন সকালে পেটের পীড়া একটু কমলে পাশের এমপি ডাঙ্গী গ্রামে পদ্মাপাড়ে বড়শি বাইতে যান। পদ্মাপাড়ে বসে পেটে পীড়ার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে তিনি দাবি করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























