অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ‘ফিল্মি স্টাইলে’ বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
মেয়েটির মা জানান, উপজেলার বিশুবাড়ী গ্রামে তাদের বাড়ি হলেও ঘটনার দিন তার মেয়ে সাহেববাড়ী গ্রামে খালার বাড়িতে ছিল। সেখান থেকে সোমবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ৪/৫ জনের সংঘবদ্ধ দুর্বৃত্ত দল। পরে দুর্বৃত্তরা মেয়েটিকে কাঁঠালবাড়ি এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে দুবৃত্তদের একজন তাকে রাতভর ধর্ষণ করে। এরপর মঙ্গলবার সকালে তার বাড়ির কাছে রেখে চলে যায়।
ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে জানিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























