ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ধৈর্যেরও সীমা আছে: আইভীকে শামীম সতর্কবানী

অাকাশ জাতীয় ডেস্ক:

ধৈর্যের সীমা আছে বলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সতর্ক করে দিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, হকার উচ্ছেদ নিয়ে যা কিছু হচ্ছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দায় পড়ছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে তিনদিনের উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ কথা বলেন শামীম ওসমান। এ সময় তিনি আইভীর বিভিন্ন বক্তব্যের জবাব দেন। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ দিয়ে আইভী ও শামীমের পুরনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়েছে। শামীম ওসমান প্রকাশ্যেই এর সমালোচনা করছেন। আবার আইভী নানা অনুষ্ঠানে এর জবাবও দিয়েছেন।

গত ৯ জানুয়ারি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষ পূর্তির অনুষ্ঠানে শামীম ওসমানের নাম উল্লেখ করেই তার সমালোচনা করেন আইভী। আইভী সেদিন বলেন, ‘যে এমপি তার ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচ করতে পারে, সে এমপি তো পারে চাষাঢ়ায় রাজউকের নামে দখল করে বিক্রির জন্য পায়তারা করা প্লটে দুই থেকে চারটি মার্কেট স্থাপন করে হকারদের পুনর্বাসন করতে।’

শামীম ওসমান হকার উচ্ছেদের জন্য আইভীর সমালোচনা করেন। বলেন, ‘চাষাঢ়ায় শহীদ মিনারে দাঁড়িয়ে যখন তারা (হকার) বলে যে, শেখ হাসিনা গরিবের পেটে লাথি দিয়েছে, তখন আমি ধৈর্য ধরে রাখতে পারি না। কারণ ওই বিশেষ শ্রেণির মানুষ তাদেরই প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, যারা এই হকারদের উচ্ছেদ করেছে। তবে ধৈর্যেরও একটা সীমা আছে।’

‘আমিও ফুটপাতে ব্যবসার পক্ষপাতিত্ব করি না। উচ্ছেদের অন্তত দুই মাস আগে সময় দিলেও গরিব হকাররা হয়তো তাদের পুঁজি উঠিয়ে নিতে পারত। তারা ক্ষতিগ্রস্ত হতো না।’

৯ জানুয়ারির সেই অনুষ্ঠানে শামীম ওসমানকে উল্টাপাল্টা না করতেও সতর্ক করে দিয়েছিলেন। শামীম ওসমান রাজউকের নামে জমি দখল করে তা বিক্রির চেষ্টা করছেন অভিযোগ করে তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে কাজ করেন। জমি বিক্রি কিংবা উল্টাপাল্টা চিন্তা করবেন না। করলে আমিও রাস্তায় নামব।’

আইভীর এই বক্তব্যকে দাম্ভিকতা হিসেবে দেখার কথা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমার আদরের ভাইবোনেরা দেখলাম বেশ দাম্ভিকতার সুরে কথা বলছেন। আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন না, সেই দাম্ভিকতা দেখাচ্ছেন। মনে রাখতে হবে আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের পছন্দ করেন না।’

‘আমার শামীম ওসমানের কারও সমর্থন দরকার নাই। আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি হুকুম করেন তাহলে কোন বান্দাকে কেউ আটকাতে পারে না।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উন্নয়ন মেলায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিষয়ক সচিব একএম মোজাম্মেল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিষয়ক অতিরিক্ত সচিব ইমদাদুল হক, নারায়ণগঞ্জের সিভিল সার্জন এহসানুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ এই উন্নয়ন মেলয় উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ওই মেলায় সরকারি বিভিন্ন দপ্তরে ৯০টি স্টল তৈরি করা হয়েছে। যেখানের নগরীর বিভিন্ন সেবা সম্পর্কে জানা যাবে। এছাড়াও সিভিল সার্জনের স্টল থেকে বিভিন্ন সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় এবং মহিলা বিষয়ক স্টল থেকে নারীদের তৈরি পোশাক ও বুটিকের বিভিন্ন সামগ্রী কেনা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধৈর্যেরও সীমা আছে: আইভীকে শামীম সতর্কবানী

আপডেট সময় ০৮:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ধৈর্যের সীমা আছে বলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সতর্ক করে দিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, হকার উচ্ছেদ নিয়ে যা কিছু হচ্ছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দায় পড়ছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে তিনদিনের উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ কথা বলেন শামীম ওসমান। এ সময় তিনি আইভীর বিভিন্ন বক্তব্যের জবাব দেন। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ দিয়ে আইভী ও শামীমের পুরনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়েছে। শামীম ওসমান প্রকাশ্যেই এর সমালোচনা করছেন। আবার আইভী নানা অনুষ্ঠানে এর জবাবও দিয়েছেন।

গত ৯ জানুয়ারি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষ পূর্তির অনুষ্ঠানে শামীম ওসমানের নাম উল্লেখ করেই তার সমালোচনা করেন আইভী। আইভী সেদিন বলেন, ‘যে এমপি তার ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচ করতে পারে, সে এমপি তো পারে চাষাঢ়ায় রাজউকের নামে দখল করে বিক্রির জন্য পায়তারা করা প্লটে দুই থেকে চারটি মার্কেট স্থাপন করে হকারদের পুনর্বাসন করতে।’

শামীম ওসমান হকার উচ্ছেদের জন্য আইভীর সমালোচনা করেন। বলেন, ‘চাষাঢ়ায় শহীদ মিনারে দাঁড়িয়ে যখন তারা (হকার) বলে যে, শেখ হাসিনা গরিবের পেটে লাথি দিয়েছে, তখন আমি ধৈর্য ধরে রাখতে পারি না। কারণ ওই বিশেষ শ্রেণির মানুষ তাদেরই প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, যারা এই হকারদের উচ্ছেদ করেছে। তবে ধৈর্যেরও একটা সীমা আছে।’

‘আমিও ফুটপাতে ব্যবসার পক্ষপাতিত্ব করি না। উচ্ছেদের অন্তত দুই মাস আগে সময় দিলেও গরিব হকাররা হয়তো তাদের পুঁজি উঠিয়ে নিতে পারত। তারা ক্ষতিগ্রস্ত হতো না।’

৯ জানুয়ারির সেই অনুষ্ঠানে শামীম ওসমানকে উল্টাপাল্টা না করতেও সতর্ক করে দিয়েছিলেন। শামীম ওসমান রাজউকের নামে জমি দখল করে তা বিক্রির চেষ্টা করছেন অভিযোগ করে তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে কাজ করেন। জমি বিক্রি কিংবা উল্টাপাল্টা চিন্তা করবেন না। করলে আমিও রাস্তায় নামব।’

আইভীর এই বক্তব্যকে দাম্ভিকতা হিসেবে দেখার কথা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমার আদরের ভাইবোনেরা দেখলাম বেশ দাম্ভিকতার সুরে কথা বলছেন। আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন না, সেই দাম্ভিকতা দেখাচ্ছেন। মনে রাখতে হবে আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের পছন্দ করেন না।’

‘আমার শামীম ওসমানের কারও সমর্থন দরকার নাই। আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি হুকুম করেন তাহলে কোন বান্দাকে কেউ আটকাতে পারে না।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উন্নয়ন মেলায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিষয়ক সচিব একএম মোজাম্মেল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিষয়ক অতিরিক্ত সচিব ইমদাদুল হক, নারায়ণগঞ্জের সিভিল সার্জন এহসানুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ এই উন্নয়ন মেলয় উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ওই মেলায় সরকারি বিভিন্ন দপ্তরে ৯০টি স্টল তৈরি করা হয়েছে। যেখানের নগরীর বিভিন্ন সেবা সম্পর্কে জানা যাবে। এছাড়াও সিভিল সার্জনের স্টল থেকে বিভিন্ন সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় এবং মহিলা বিষয়ক স্টল থেকে নারীদের তৈরি পোশাক ও বুটিকের বিভিন্ন সামগ্রী কেনা যাচ্ছে।