অাকাশ জাতীয় ডেস্ক:
মাদক সেবনে বাধা দেয়ায় এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাভারের তালবাগ এলাকায়। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম বদরুজ্জদো মাহমুদ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আহত গৃহবধূ রাজিয়া সুলতানা নিলার অভিযোগ, তার স্বামী ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই থাকাকালীন মাদকে আসক্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে মাদক সেবনে বাধা দেয়ায় তার স্বামী তাকে পিটিয়ে আহত করে ফ্ল্যাটে তালা মেরে চলে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও জানান, পাঁচ মাস আগে তাকে মারধর করার অভিযোগে তিনি তার স্বামীর বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। পরে তার স্বামীকে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়। কয়েক দিন আগে পুলিশ লাইন থেকে তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে বদলি করা হয়।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, আহত ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর থেকে পুলিশ কর্মকর্তা বদরুজ্জদো মাহমুদ পলাতক রয়েছেন বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























