অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার পদত্যাগ করেছেন। বুধবার নিজ বাসভবনে পার্টির এমএলএ’দের (বিধানসভার সদস্য) সঙ্গে বৈঠকের পর তিনি আকস্মিক এই সিদ্ধান্ত নেন।পরবর্তীকালে তিনি রাজ ভবনে গভর্নর কেশরিনাথ ত্রিপাঠির কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। গভর্নর তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার অনুরোধ করেন।
পদত্যাগ করার পর নিতিশ কুমার সাংবাদিকদের বলেন, ‘বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ছাড়া আমার আর কোন বিকল্প ছিল না। এক্ষেত্রে আমি আমার বিবেকের কথা শুনেছি।’ দুর্নীতির মামলায় অভিযুক্ত বিহারের শাসকদলের জোট সঙ্গী আরজেডি’র প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদব তার পুত্র তেজস্বী যাদবের পদত্যাগের বিষয়টি প্রত্যাখান করার পর নিতিশ কুমার নিজেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। উল্লেখ্য তেজস্বী যাদব বিহারের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন। দুর্নীতির মামলায় সিবিআই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
নিতিশ কুমার বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরকার চালানো আমার পক্ষে সম্ভব নয়। আমি এই ব্যাপারে সমাধান খোঁজার চেষ্টা করেছি। দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করার জন্য আমি লালু যাদব এবং তেজস্বীকে অনুরোধ জানিয়েছিলাম কিন্তু কোন কাজই হয়নি।’ এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতির বিরুদ্ধে নিতিশ কুমারের নেয়া এই পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























