অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাদ থেকে পড়ে সোয়াত হেসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সদরের ছয়আনিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার খারুয়াজংলা গ্রামের পশু চিকিৎসক রাজার ছোট ছেলে।
জানা যায়, ৪তলার একটি ফ্লাটে পশু চিকিৎসক রাজা সপরিবারে ভাড়া থাকেন। এ ফ্লাটের সামনের অর্ধেক অংশে ফাঁকা ছাদ রয়েছে। এ ছাদের আড়াই ফুট উঁচু দেয়ালের ওপর বসে ছেলেটি খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























