অাকাশ জাতীয় ডেস্ক:
ফেনী সদর উপজেলার ধলির ইউনিয়নের ডোবা থেকে মো. শরীফ (২৭) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে বালুয়া চৌমুহনী বাজারের পাশে গজারিয়া খাল থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।
নিহত শরিফ ধলিয়া ইউনিনের মোহাম্মদপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি শরীফ ফেনী ডায়াবেটিক হাসপাতালের সামনে শরিফ স্টোর নামে একটি চায়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খালের পাশে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহতের ভাতিজা মো. হায়দার আলী জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে নিহত শরিফের সঙ্গে তার সৎভাইদের বিরোধ চলছিল। এ কারণে তাকে হত্যা করা হতে পারে।
ফেনী মডেল থানার ইন্সপেক্টর রাশেদ খান চৌধুরী জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা না অন্য কিছু সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























