অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৬০) নামের বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট মালীবস্তী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম রাণীশংকৈল উপজেলার ছোট নুনতোর গ্রামের ধোদো মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহারাজা থেকে ট্রাক নেকমরদ অভিমুখে যাচ্ছিল।ওইসময় অপরদিক থেকে একটি বাই-সাইকেল আসছিলেন বৃদ্ধ নুরুল ইসলাম। হঠাৎ ট্রাকটি ওই বৃদ্দকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় রানীশংকৈল থানায় মামলা হয়েছে। উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রাণীশংকৈল থানার ওসি আ. মান্নান বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাটক ট্রাকটি বর্তমানে রানীশংকৈল থানা হেফাজতে রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























