অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে মো. রুবেল হোসেন নামে এক কলেজছাত্রকে মারধর করেছে এক দোকান মালিক। এ ঘটনায় বিক্ষুদ্ধ কলেজ শিক্ষার্থীরা ওই মালিকের দোকান ঘর ভাঙচুর চালিয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার ঝাউতলা গ্রামের মো. আজিজ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কলেজের পাশে একটি হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছুদিন আগে ওই হোটেল থেকে মালিকের স্ত্রীর কানের দুল ও দেড় হাজার টাকা চুরি হয়ে যায়। এ চুরি সন্দেহে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র রুবেলকে হোটেলের ভেতরে নিয়ে গিয়ে মারধর করেন হোটেল মালিক।
পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ওই হোটেল ভাঙচুর করে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী বলেন, বিনা কারণে আমার কলেজের শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তবে ওই হোটেল কোন শিক্ষার্থী ভাঙচুর করেনি।
অভিযুক্ত হোটেল মালিক আজিজের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক এএসআই মো. বাশার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে ওই দোকান ভাঙচুর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























