অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেয়াল ধসে চাপা পড়ে সোহান মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তার পিতা নির্মাণ শ্রমিক আলম মিয়া।
বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান সেং তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত আলম মিয়া আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম মিয়া সকালে ছেলেকে নিয়ে বড় লৌহঘর গ্রামের শাহীন ভূইয়ার পুরাতন একটি বিল্ডিং ভাঙার সময় দেয়াল ধসে দুজনের ওপর পড়ে। এতে পিতা-পুত্র দুজনেই গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























